পয়েন্ট হারানোয় হতাশ অস্ট্রেলিয়া
বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ অস্ট্রেলিয়া। পয়েন্ট হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার আরেক হতাশা ম্যাচ খেলতে না পারা নিয়ে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এক সপ্তাহ বিরতির পর আজ মাঠে নামার কথা থাকলেও স্রেফ এক পয়েন্ট নিয়েই বসে থাকতে হচ্ছে। অসিরা তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে সহ আয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটি এক সপ্তাহ পর, ২৮ ফেব্রুয়ারিতে। যার মানে দাড়াচ্ছে প্রথম ম্যাচের পর পাক্কা দুই সপ্তাহ বিরতি হয়ে যাচ্ছে খেলায়।
আম্পায়াররা ম্যাচ সমাপ্তি ঘোষণার পর অসি অলরাউন্ডার স্টিভ স্মিথ বলেন, `খেলতে না পারাটা আমাদের জন্য খুবই হতাশার। গ্যাবা এমন মাঠ, যেখানে আমরা সবসময়ই ভালো খেলে থাকি। তবে আমরা তো আর আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না।আশা করি, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আমরা ভালো খেলতে পারবো।`
অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়েছিল। বাংলাদেশের সঙ্গে পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে তারা।
এমআর/আরআই