ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলে প্রথম সেঞ্চুরি সাব্বিরের

প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ নভেম্বর ২০১৬

বিপিএলের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। স্লো উইকেট আর লো স্কোরিংয়ের কারণে শুরুতে বিপিএল জমেই উঠছিল না। তবে ধীরে ধীরে সেই খোলস ছেড়ে টি-টোয়েন্টির আসল চেহারায় বেরিয়ে এসেছে বিপিএলে। শুধু তাই নয়, বিপিএলে প্রথম সেনঞ্চুরির দেখাও পেয়ে গেলেন সাব্বির রহমান।

রাজশাহীর এই ব্যাটসম্যান ৫৩ বলেই পূরণ করে ফেলেন দুর্দান্ত সেঞ্চুরিটি। চলতি বিপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি করেই থামেননি, সাব্বির তার ইনিংসটিকে নিয়ে গেলেন আরেকটি রেকর্ডের মাইলফলকে। বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংসটি খেলে ফেললেন তিনি। ৬১ বলে তিনি আউট হন ১২২ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি করে চার এবং ছক্কায়।

সাব্বির অবশ্য মনে মনে আল আমিনকে ধন্যবাদ জানাতে পারেন। কারণ ১১ রানে বাম হাতি অর্থোডক্স মনির হোসেনের বলে পয়েন্টে খুবই সহজ একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন আল আমিন হোসেন। ১১ রানে জীবন পেয়ে সাব্বির সেই যে জ্বলে উঠলেন, থামলেন গিয়ে ১২২ রানে। বিপিএলে এর আগে সর্বোচ্চ ব্যাক্তিগত রান ছিল ১১৬- ক্রিস গেইলের। ২০১২ সালে বরিশালের হয়ে করেছিলেন ঢাকার বিপক্ষে।

সাব্বিরের এই সেঞ্চুরি নিয়ে এখনও পর্যন্ত বিপিএলে মোট সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে ক্যারিবীয় দ্বৈত্য ক্রিস গেইলেরই রয়েছে তিনটি সেঞ্চুরি। বাকিগুলোর মধ্যে ক্যারিবীয় ডোয়াইন স্মিথ, পাকিস্তানের আহমেদ শেহজাদ, বাংলাদেশের শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল এবং আরেক ক্যারিবীয় এলভিন লুইস সেঞ্চুরি করেন ১টি করে। এবারে এই তালিকায় যোগ হলেন সাব্বির।

গত বছর ডিসেম্বরের ১ তারিখ বিপিএলে সর্বশেষ সেঞ্চুরিটা করেছিলেন এলভিন লুইস। এরপর এলো সাব্বিরের সেঞ্চুরি। নাফীস-আশরাফুলের পর তিনি হলেন তৃতীয় বাংলাদেশি, যিনি সেঞ্চুরির দেখা পেলেন।

তবে দলীয় ১৫৯ রানে সাব্বির রহমান আউট হয়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। ড্যারেন স্যামি কিছুটা সাপোর্ট দেয়ার চেষ্টা করেছিলেন ঠিক; কিন্তু ২৭ রানে তিনি আউট হয়ে যাওয়ার পর রাজশাহীর পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

তবুও শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল; কিন্তু নুরুল হাসান সোহান এবং আবুল হাসান রাজু নিতে পারলেন মাত্র ৫ রান। ফলে সাব্বিরের সেঞ্চুরির পরও ৪ রানে হেরে গেলো রাজশাহী কিংস। হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন সাব্বিরই।

বিপিএলে সেঞ্চুরির তালিকা

খেলোয়াড়

রান

বল

দল

প্রতিপক্ষ

মাঠ

সাল

ক্রিস গেইল

১০১*

৪৪

বরিশাল

সিলেট রয়্যালস

ঢাকা

২০১২

ক্রিস গেইল

১১৬

৬১

বরিশাল

ঢাকা গ্ল্যাডিয়েটর্স

ঢাকা

২০১২

ডোয়াইন স্মিথ

১০৩*

৭৩

খুলনা

সিলেট রয়্যালস

ঢাকা

২০১২

আহমেদ শেহজাদ

১১৩*

৪৯

বরিশাল

দুরন্ত রাজশাহী

ঢাকা

২০১২

শাহরিয়ার নাফীস

১০২*

৬৯

খুলনা

দুরন্ত রাজশাহী

খুলনা

২০১৩

মোহাম্মদ আশরাফুল

১০৩*

৫৮

ঢাকা

খুলনা রয়েলস

ঢাকা

২০১৩

ক্রিস গেইল

১১৪

৫১

ঢাকা

সিলেট রয়্যালস

ঢাকা

২০১৩

এভিন লুইস

১০১*

৬৫

বুলস

ঢাকা ডায়নামাইটস

চিটাগাং

২০১৫

সাব্বির রহমান

১২২

৬১

রাজশাহী

বরিশাল বুলস

ঢাকা

২০১৬


আইএইচএস/আরআইপি