ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরাজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন কোচরা

প্রকাশিত: ০৭:২৩ এএম, ১২ নভেম্বর ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অলরাউন্ডার পারফর্মেন্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। টেস্টে বাংলাদেশ দলের হয়ে নিজের বোলিং প্রতিভা দেখালেও এখনো নিজের ব্যাটিং প্রতিভা দেখানোর সুযোগ পায়নি মিরাজ। টিম কম্বিনেশনের কারণে তাকে ব্যাট করতে হচ্ছে শেষের দিকে।

তবে এসব কোন চিন্তা নেই অনূর্ধ্ব-১৯ এর সাবেক এই অধিনায়কের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘আমার হাতে অনেক সময় আছে। আমার সঙ্গে জাতীয় দলে কোচ, রাজশাহীর কোচ কথা বলেছে। সবাই একটা কথা বলেছেন আমার সামনে অনেক সময় আছে। এখন যেন ব্যাটিং নিয়ে বেশি চিন্তা না করি।`

মিরাজ আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। নিজেকে আরও তৈরি করতে হবে। দুটো নিয়ে ভাবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তখন হয়তো বোলিংটা ভালো করতে পারবো না।`  
 
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নেয়া মিরাজ বিপিএলেও বোলিং নৈপুন্য দেখিয়ে যাচ্ছেন। শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিয়েছেন ‍দুটি উইকেট। সাজঘরে পাঠান কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানকে।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন