স্যান ম্যারিনোর জালে জার্মানির ৮ গোল
আবারো স্যান ম্যারিনোর বিপক্ষে গোল উৎসব করলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে সার্জ গিনাব্রির হ্যাটট্রিকে দলটিকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে দুইবারের মুখোমুখি লড়াইয়ে জার্মানির কাছে মোট ১৯ গোল হজম করেছিল স্যান ম্যারিনো।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন খেদিরা। ম্যানসিটি তারকা গুন্ডোগানের লম্বা করে বাড়ানো বল ডি বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন জুভেন্টাসের এই তারকা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গিনাব্রি। মারিও গোমেজের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি বলে জোরালো শটে নিজের প্রথম গোল করেন এই তারকা।
ম্যাচের ৩২ মিনিটে গোটশের ছোট পাস ধরে ডিফেন্ডারদের বোকা বানিয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেন হেক্টর। আর এ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষ শিবিরের উপর আক্রমণের ঝড় বইয়ে দেন মুলার-গোটশেরা। ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গিনাব্রি। আর ৬৫ মিনিটে হেক্টর দ্বিতীয় গোলের দেখা পেলে ৫-০ তে এগিয়ে যায় জার্মানি। ৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন গিনাব্রি।
এরপর ম্যাচের ৮২ মিনিটে মাটিয়া স্টেফানেলত্র আত্মঘাতী গোল আর ৮৫ মিনিটে ভোলান্ডের লক্ষ্যভেদে ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। আর এ জয়ে ‘সি’ গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জার্মানি। গ্রুপের অন্য দুই ম্যাচে চেক রিপাবলিক ২-১ গোলে নরওয়েকে আর নর্দার্ন আয়ারল্যান্ড ৪-০ ব্যবধানে আজারবাইজানকে হারিয়েছে।
এমআর/এমএস