ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক ম্যাককালামের

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম অর্ধশতক করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। বৃহস্পতিবার ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এ কৃতিত্ব দেখান ম্যাককালাম।

মাত্র ১৮ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ৭৭ রান করে আউট হন এই মারকুটে ব্যাটসম্যান। ৭টি ছয় ও ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

এর আগে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান আসে জো রুটের ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মঈন আলী। মরগান ১৭ এবং গ্যারি ব্যালান্স ১০ রান করেন। নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ডেনিয়েল ভেট্টরি একটি করে উইকেট নেন।

বিএ/এমএস