ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সহজ লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৪:১৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ইংল্যান্ডের বেধে দেওয়া মাত্র ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান। মাঠে আছেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

শুরুতেই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল ঝড় তোলেন। মাত্র ১৮ বলে অর্ধশতক করে বিশ্বরেকর্ড গড়েন ম্যাককালাম। শেষ পর্যন্ত ২৫ বলে ৭টি ছয় ও ৮টি চারে ৭৭ রান করে আউট হন তিনি।

এর আগে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান আসে জো রুটের ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন মঈন আলী। মরগান ১৭ এবং গ্যারি ব্যালান্স ১০ রান করেন। নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট নেন টিম সাউদি।

ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ডেনিয়েল ভেট্টরি একটি করে উইকেট নেন। ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক মরগান।

দলীয় ১৮ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে। ৩৬ রানে দ্বিতীয় ও ৫৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপর ১০৪ রানেই দুই ব্যাটসম্যান বিদায় নেন।

১০৮ ও ১১০ রানে ইংল্যান্ডের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটে। ১১৬ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। ১১৭ রানে নবম ও ১২৩ রানে ইংল্যান্ডের শেষ উইকেটের পতন ঘটে।

বিএ/এমএস