ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুরুতেই বিপর্যয়ে ইংল্যান্ড

প্রকাশিত: ০৩:২২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। সর্বশেষ খবর অনুযায়ী ২৯ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১১২ রান করেছে।

ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক মরগান। দলীয় ১৮ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে।

৩৬ রানে দ্বিতীয় ও ৫৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপর ১০৪ রানেই দুই ব্যাটসম্যান বিদায় নেন। ১০৮ ও ১১০ রানে ইংল্যান্ডের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটে। মাঠে আছেন স্টুয়ার্ট ব্রড ও জো রুট।

বিএ/এমএস