ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রংপুরকে ১২৫ রানের লক্ষ্য দিল চিটাগাং

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

তিনটি রানআউট আর অন্য ব্যাটসম্যানরা রংপুর রাইডার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া চিটাগাং ভাইকিংস দ্বিতীয় ম্যাচে এসে খেই হারিয়ে ফেলেছে রংপুরের সামনে। ফলে টস হেরে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ১২৪ রানে অলআউট হয়ে গেছে।

চিটাগাংয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান এসেছে কেবল শোয়েব মালিকের ব্যাট থেকেই। ২৫ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া ১১ রান করেন তামিম ইকবাল। ১১ রান করেছেন নাজমুল হোসেন মিলনও।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চিটাগাং। তামিম আর ডোয়াইন স্মিথ মিলে ২১ রানের জুটি গড়লেও সোহাগ গাজীর একই ওভারে এক বল বিরতি দিয়ে ফিরে যান ডোয়াইন স্মিথ আর তামিম ইকবাল।

এরপর দলের দুই সফল ব্যাটসম্যান এনামুল হক বিজয় আর শোয়েব মালিক রান আউটের খাঁড়ায় পড়ে সাজঘরে ফিরতে বাধ্য হন। এ দু’জনই চিটাগাংকে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন; কিন্তু রান আউট হয়ে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হলো না।

এরপর চিটাগাংয়ের বাকি ব্যাটসম্যানরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। শেষ ৭ ব্যাটসম্যানের মধ্যে শুধু নাজমুল হোসেন মিলনই দুই অংকের ছোঁয়া পান। বাকিরা সবাই ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে।

সোহাগ গাজী, রিচার্ড গ্লেসন নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন আরাফাত সানি, শহিদ আফ্রিদি, রুবেল হোসেন।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন