ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্লোয়ারই রাজুর বিশেষত্ব

প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছেন রাজশাহী কিংসের আবুল হাসান রাজু। খুলনা টাইটান্সের ব্যাটিং প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন এ পেসার। ২৮ রানে পেয়েছেন পাঁচটি উইকেট। যার তিনটিই পেয়েছেন স্লোয়ারে। আর এ স্লোয়ারকেই নিজের বিশেষত্ব হিসেবে দাবি করলেন রাজু। এটা দিয়েই আগামীর পথে চলতে চান বলেও জানান তিনি।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজু বলেন, ‘কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস থাকে, হয়তো বা বলতে পারেন এটা আমার শক্তির দিক এবং এটা নিয়ে আমি সবসময় কাজ করি অনুশীলনে। বিপিএল টি-টোয়েন্টি খেলা, তাই এটা দিয়েই চলতে হবে। এবার আমার পরিকল্পনাই ছিল এটা, স্লোয়ার নিয়ে অতিরিক্ত অনেক কাজ করেছি তাই ইনশাল্লাহ আজকে এটার ফলটা পেলাম।’

টি-টোয়েন্টি মানেই ধুম ধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার ফুলজুড়ি। এটা খুব ভালো করেই জানেন রাজু। এখানে বোলারদের সুযোগ কম থেকে জেনেই বৈচিত্র্যের ওপর নির্ভর করেছিলেন তিনি। আর তাতেই সাফল্য পেয়েছেন এ পেসার।

‘আসলে আমরা সবাই জানি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। বোলার ওই রকম কিছু করতে পারে না। প্রথমে উইকেটটা দেখে একটু মনে হয়েছিল বলটা একটু ধরবে। আমার পরিকল্পনা ছিল উইকেটে যেন বৈচিত্র্যটা ভালো হয়। এ কারণেই হয়তোবা আমি আজকে সাফল্য পেয়েছি।’

এদিন বল হাতে জ্বলে উঠলেও দল হিসেবে জ্বলে উঠতে পারেনি রাজুর দল রাজশাহী। দারুণ বোলিংয়ের পরও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। চার বলে চার প্রয়োজন এমন সময় অহেতুক উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যান রানের খাতা না খুলতে পারলে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।   

‘আমাদের পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত খেলা। তবে আমি যদি সিঙ্গেলটা খেলতাম হয়তোবা এমন হতো না। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোন কিছুই ঘটতে পারে। কিছু উইকেট আমরা নিজেরাই উপহার দিয়ে এসেছি। যদি উইকেটগুলা না দিতাম তাহলে আমাদের জন্য সহজ ছিল ম্যাচটা।’

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন