ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

রংপুর রাডার্সের প্রথম ম্যাচ আর চিটাগাংয়ের দ্বিতীয়। মিরপুর শেরেবাংলায় বিপিএলের দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এই দুই দল। নাঈম ইসলামের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স শুরুতেই জয় পেয়ে গেলো। টস জিতে অবশ্য নাঈম ইসলাম ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রামকেই।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ওই ম্যাচে মাশরাফির বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল। রংপুর রাইডার্সের বিপক্ষে তাই আজ অন্যরকম আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে চিটাগাং।

রংপুর রাইডার্সের আইকন সৌম্য সরকার। যদিও এই দলে রয়েছেন শহিদ আফ্রিদির মত টি-টোয়েন্টির জেনুইন তারকা। আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ, ইংল্যান্ডের বোলার লিয়াম ডসন রয়েছেন এই দলে। সুতাং, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।

চিটাগাং ভাইকিংস
তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ নবি, টাইমাল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।

রংপুর রাইডার্স
সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাঈম ইসলাম (অধিনায়ক), মুক্তার আলি, রুবেল হোসেন, আরাফাত সানি, শহিদ আফ্রিদি, রিচার্ড গ্লেসন, মোহাম্মদ শাহজাদ, সোহাগ গাজী, লিয়াম ডসন।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন