শুরুতে পিছিয়ে পড়েও মেসি জাদুতে বার্সার জয়
রোববার রাতটা হতে পারতো সেভিয়ার। কিন্তু লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে সেটা আর হলো না। শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টার্জিত জয়ে যে দুটি গোল এসেছে, সেই দুটোতেই ছিল মেসির অবদান। একটা গোল নিজে করেছেন, আর লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন অপরটি।
খেলার ৪৩ মিনিটে বাঁ-দিক থেকে নেইমার বল নিয়ে সেভিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের জট দেখে বলটা ঠেলে দিলেন মেসির দিকে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন সুপারস্টার। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন মেসি।
ম্যাচের ৬১ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটছিলেন মেসি। পায়ের আলতো ছোঁয়ায় বলটি সুয়ারেজকে ধরিয়ে দেন। আর ডান পায়ের শটে সেভিয়ার গোলরক্ষক সার্জিও রিকোকে পরাস্ত করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। আর তাতে নিশ্চিত হয় বার্সার মূল্যবান জয়টাও।
এর আগে অবশ্য একটি গোল হজম করতে হয়েছিল বার্সাকে। খেলার ১৫ মিনিটে বার্সার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল নিয়ে ছুটে যান ভিতোলো। অসাধারণ দক্ষতায় সফরকারী দলের গোলরক্ষক টার স্টেগানকে বোকা বানান এই স্প্যানিশ মিডফিল্ডার।
এই জয়ের পরেও অবশ্য লা-লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে পড়ে থাকতে হচ্ছে বার্সাকে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
১১ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল উঠে এসেছে তৃতীয় স্থানে। আর চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জন ২১ পয়েন্ট।
এনইউ/এবিএস