ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১১:০৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের ১১তম আসরে বাংলাদেশ দলের প্রথম জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ১০৫ রানের জয়ের পর এ অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি আশা করেন, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের। এরপর ২১, ২৬ ফেব্রুয়ারি এবং ৫, ৯, ১০ মার্চ আরও পাঁচটি ম্যাচ রয়েছে টাইগারদের।

বিএ/এএইচ/আরআই