তারপরও আমি মানুষ : মুশফিক
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটারই বরাবর বলে থাকেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ভক্তরাও তাকে আদর করে ডাকেন মিস্টার ডিপেন্ডেবল বলে।
কিন্তু গত বছর থেকেই সময়টা ভালো যাচ্ছে না তার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। যদিও এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন মুশফিক। ভালো খেলতে না পারা তাকে পীড়া দেয়। তারপরও আক্ষেপ করেই বলেন আমি মানুষ, খারাপ-ভালো দুই রকম সময় যেতেই পারে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে মুশফিকের দল বরিশাল বুলস। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের খারাপ-ভালো সময় থাকতেই পারে। সেদিক থেকে বলবো, আমি অনেক অখুশি ছিলাম নিজের পারফরম্যান্স নিয়ে, তারপরও আমি মানুষ। তবে আমি অনেক কঠিন পরিশ্রম করছি, চেষ্টা করছি আমার আগের যে স্বরূপ, সেটা এই বিপিএলে ফিরিয়ে আনতে।’
তবে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেক কঠিন বলে মনে করেন মুশফিক। তার মতে এ সংস্করণে সময় খুব কম পাওয়া যায় বলে দেখে খেলার সুযোগ থাকে না। অনেক সময় আক্রমণাত্মক হতে গিয়ে আউট হতে হয়। অনেক সময় দলের কারণে খেলতে গিয়েও এমনটা হতে পারে বলে জানান মুশফিক, ‘টি-টোয়েন্টি সংস্করণ মোটেও সহজ নয়। এতো সংক্ষিপ্ত যে অনেক সময় দেখা যায়, সময় নেওয়ার সুযোগই থাকে না। মারতে গিয়ে বা দলের কারণে খেলতে গিয়ে আউট হওয়ার কারণ তৈরি হয়ে যায়। ’
এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ সংগ্রাহক মুশফিক। এবার নিজেকে ছাড়িয়ে আরও উঁচুতে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি। তবে নিজে কখনো রেকর্ডের জন্য নয়, দলের জন্য খেলেন বলে জানান মুশফিক, ‘যদিও মানুষ রেকর্ডের জন্য খেলে না, তবে সত্যি বলতে কি আমি যত বেশি রান করবো দলের অব্যশই উপকারে আসবে। আমার নিজের কিছু লক্ষ্য আছে, চেষ্টা করবো এ বছর যেন ভালো খেলতে পারি।’
আরটি/আইএইচএস/এমএস