টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংস। প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চায় দুই দলই। সে লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
গড়পড়তার দলকে দারুণ নেতৃত্ব দিয়ে বিপিএলের শিরোপা স্বাদ এনে দেন মাশরাফি। তাই এবারও তার কাঁধেই বর্তেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব। এবার বেশ শক্তিশালী দলই গড়েছে তারা। ইমরুল কায়েস ও লিটন দাসের মত পরীক্ষিত তারকাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত ও আল আমিন জুনিয়রদের মত তরুণ তুর্কিরা।
বিদেশী তারকাদের মধ্যে গতবারের টুর্নামেন্ট সেরা আসহার জাইদিকে ধরে রেখেছে কুমিল্লা। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা মারলন স্যামুয়েলসও আছেন তাদের দলে। এছাড়া তুরুপের তাস হয়ে উঠতে পারেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। মাশরাফির সঙ্গী সোহেল তানভীর ও নুয়ান কুলাসেকারা।
নতুন দল রাজশাহী কিংসও তরুন্যে নির্ভর দল গড়েছে।বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিসেবে পরিচিত সাব্বির রহমান রয়েছেন তাদের দলে। তবে মূল দৃষ্টি থাকবে ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারানোর নায়ক মেহেদী হাসান মিরাজের দিকেই।
এছাড়াও ঢাকার মাঠে সফল দুই তারকা পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি আর লংকান উপুল থারাঙ্গাও আছেন রাজশাহীতে। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দুইবার শিরোপা জয়ী ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বেই মাঠে নামছে রাজশাহী।
আরটি/এমআর/পিআর