মিরাজের কাছে মাশরাফির চাওয়া
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মেহেদী হাসান মিরাজ বন্দনায় মেতেছে পুরো বাংলাদেশ। বাংলাদেশ দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও মুগ্ধ এ তরুণে। তবে ক্ষণিকের জন্য নয়, কমপক্ষে ১০ বছর মিরাজকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। আশা করছেন, মিরাজ-মোস্তাফিজদের মতো তরুণ আরো ১০ বছর সার্ভিস দিতে পারলে দ্রুতই বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘যেটা আমি মোস্তাফিজের ক্ষেত্রেও বলেছি, বাংলাদেশ দলে এসে খেলা একটা জিনিস আর ১০ বছর সার্ভিস দেয়া আরেকটা জিনিস। আমি দোয়া করি, আশা করি ও (মিরাজ) যদি বাংলাদেশ দলকে ১০ বছর সার্ভিস দিতে পারে, তাহলে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে। ১০ বছর খেলা মানে ও নতুন অনেক কিছু শিখবে, অনেক কিছু করবে।’
এর আগে বাংলাদেশ জাতীয় দলে বেশ প্রতিভা নিয়ে এসেছিলেন অনেক ক্রিকেটার। তালিকাটাও বেশ লম্বা। সোহাগ গাজী, ইলিয়াস সানি, এনামুল হক জুনিয়ররা ছিলেন মিরাজের মতোই অভিষেকে আগুন ঝরানো স্পিনার। কিন্তু সময়ের স্রোতে টিকে থাকতে পারেননি তারা।
‘সে খুবই পরিশ্রমী ক্রিকেটার। শোনা না, নিজের চোখেই দেখা। অনূর্ধ্ব-১৯ থেকেই ওকে দেখছি। একই মাঠে অনুশীলন করেছি, খুবই কঠোর পরিশ্রম করে। আশা করবো সে নিয়মিতভাবে এটা করবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আপনি প্রথম যখন খেলবেন অনেক কিছু সহজ হয়ে যায়। কারণ অনেকেই বিশ্লেষণ করবে না। যখন আপনি ভবিষ্যতে পারফর্ম করতে থাকবেন, তখন আপনাকে নিয়ে আরো বেশি বিশ্লেষণ হবে। তখন আপনার কাজটা আরো কঠিন হবে।’
তবে পরিশ্রমী ক্রিকেটার হওয়ায় মিরাজকে হারাবেন না বলে আশা করছেন মাশরাফি। শেখার আগ্রহ আছে বলেই এমনটা বলছেন বাংলাদেশ অধিনায়ক, ‘একটা কথায় আছে এক-দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে গণনা করতে হয়। কারণ পারফরম্যান্স লেভেলটা শুরুতে যেমন থাকে অন্যান্য দল এতো বেশি বিশ্লষণ করে তখন আপনার পারফম্যান্স কমা শুরু করে। আমি খুব আশাবাদী যে ও খুবই পরিশ্রমী। অনেক কিছু শিখবে এটা ওর ভেতর আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে মিরাজ দুর্দান্ত বল করে একাই বাংলাদেশকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। এ সিরিজের দুই টেস্টে ১৯টি উইকেট পেয়েছেন তিনি। যদিও একজন বোলারের চেয়ে ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত মিরাজ। খুব শিগগিরই মিরাজ ব্যাট হাতেও জ্বলে উঠবেন বলে আশা করছেন মাশরাফি, ‘একই সময়ে যেটা আলোচনায় নেই, মিরাজ খুবই ভালো একজন ব্যাটসম্যান। যেটা ও করতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত একসময় দারুণ ব্যাটিং করবে।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে মাশরাফির কুমিল্লা ভিক্টরিয়ান্স।
আরটি/এনইউ/এবিএস