যা আছে তাই নিয়ে লড়াই করবেন সৌম্য
মালিকানা বদলের পাশাপাশি বদলেছে রংপুর রাইডার্সের মধ্যমণি। আগের আসরে দলের সেরা তারকা ছিলেন সাবিক আল হাসান। তবে এবার সৌম্য সরকারকে ঘিরে স্বপ্ন দেখছে দলটি। শুধু সাকিব নয় কাঙ্ক্ষিত বিদেশি খেলোয়াড়দেরও পাচ্ছেন না তারা। তবে বর্তমানে দলে যারা আছেন তাদের নিয়েই লড়াই করে যাবেন বলে জানিয়েছেন সৌম্য।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন শেষে সৌম্য বলেন, ‘দল যেটাই আছে তা নিয়েই যে দলই হোক তাদের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। আর আমরা অবশ্যই জিতার জন্যই খেলবো। চেষ্টা করবো আমাদের সেরাটা দিয়ে জেতার জন্য লড়াই করতে।’
প্রথম দিনেই মাঠে নামছে রংপুর। এক মৌসুম পর ফিরে আসা খুলনার বিপক্ষে মাঠে নামছে তারা। প্রতিপক্ষ নবীন হলেও তাদের শক্তি সম্পর্কে ধারণা রয়েছে সৌম্যর। তবে এ ম্যাচে জিততে চান তারা। প্রথম ম্যাচে জয় পেলে পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন বলে মনে করছেন তিনি।
‘আসলে প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, দলের জন্য এবং ব্যক্তিগতভাবেও। প্রথম ম্যাচটা যদি আমরা জিতে থাকতে পারি তাহলে পরের ম্যাচের জন্য আমাদের খুব ভালো হবে। পরের ম্যাচে ওই ধারাবাহিকতাটা রাখতে পারলে আমাদের আত্মবিশ্বাসটা বাড়বে। যে ধরণের প্রস্তুতি নিয়েছি তা অবশ্যই ভালো। আশা করি প্রথম ম্যাচ ভালো কিছুই হবে।’
এবার পাকিস্তান থেকে শারজিল খান ও বাবর আজমকে দলে ভিড়িয়েছিল রংপুর। তবে টেস্ট দলে ডাক পাওয়ায় বিপিএলে খেলা হচ্ছে না তাদের। তাদের পরিবর্তে দলে ভিড়িয়েছেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট ও লিয়াম ডসনকে। তবে দেশি বিদেশি তারকাদের নিয়ে নিএজদের দল অনেক ভারসাম্যপূর্ণ বলে মনে করেন তিনি।
‘শক্তির জায়গা আমার কাছে মনে হয় আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ের দিকটা ভালো, পাশাপাশি বোলিংয়ের দিকটাও ভালো আছে। সমান সমানই হবে।’
আরটি/এমআর/পিআর