ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাফুফে ভবনের সামনে ফুটবল সমর্থকদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০২ নভেম্বর ২০১৬

ফিফা প্রতিনিধি দল এখন ঢাকায়। ফিফার সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার, টেকনিক্যাল অফিসার সুব্রামানিয়াম, ডেভেলপমেন্ট অফিসার সাজি প্রভাকরণ ও এএফসির মেম্বার অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট অফিসার নুরাইয়াম গতকাল (মঙ্গলবার) ঢাকায় এসেছেন ৫ দিনের সফরে। ভুটানের কাছে হারের পর একাধিকবার বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছে সমর্থকরা। এখন ফিফা প্রতিনিধি দল ঢাকা আসার পর আবারো সক্রিয় হয়েছে তারা। সমর্থকদের দেশের ফুটবলের রুগ্‌ণচিত্রটা ফিফার নজরে আনতে চায়। তাইতো তাদের ঢাকা সফরকালে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ও ঢাকা ফুটবল সমর্থকগোষ্ঠী।

তার অংশ হিসেবে আজ (বুধবার) সকালে কয়েকশ ফুটবল সমর্থক বিক্ষোভ, মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিক্ষোভ-মিছিল চলে ঘণ্টা দেড়েক। সমর্থকদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। বাফুফের অনিয়ম-দুর্নীতি, ফুটবলকে পেছনে নিয়ে যাওয়ার প্রতিবাদে বেশি সোচ্চার ছিল বিক্ষোভকারীরা। তারা একটি স্মারকলিপি দিতে ফিফা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করে। বক্তারা দেশের ফুটবল বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন সমর্থক ফোরামের কর্মকর্তারা।

Supporters demonstrate in front of BFF

আরআই/এমআর/পিআর

আরও পড়ুন