ব্যাট করছে নিউজিল্যান্ড
স্কটল্যান্ডের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৬৬ রান। কেন উইলিয়ামসন ২২ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে নিউজিল্যান্ডের ডানেডিনে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং এ পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
কিউই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করতেই যেন প্রতিযোগিতায় নামলেন দুই পেসার সাউদি ও বোল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলে শূণ্যরানে ফেরত যান কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার।
এদিকে অপর প্রান্তে বোলার টিম সাউদিও সতীর্থ বোল্টের মতো আগুন ছড়িয়েছেন মাঠে। স্কটিশ ওপেনার কোয়েটজারকে ক্যাচে আর মমসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে কাঁপিয়ে দিয়েছেন স্কটল্যান্ডের ভিত। এরপরের কাজ করেন কোরে অ্যান্ডারসন আর অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টরি । উভয়য়েই নিয়েছেন তিনটি করে উইকেট।
স্কটল্যান্ডের ম্যাকহান ও বেরিংটন কিছুটা প্রতিরোধ করতে পেরেছিলেন। ম্যাকহান ৫৬ রান করে কোরে অ্যান্ডারসনের বলে ম্যাককালামের হাতে ধরা পড়েন। অন্যদিকে বেরিংটন করেন ৫০ রান। শেষ দিকে আর কেউ দাঁড়াতে না পারলে ১৪২ রানেই শেষ হয় স্কটিশদের ইনিংস।
এমআর/আরআইপি