ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পারফরমেন্সে ক্ষিপ্ত ড্যারেন সামি

প্রকাশিত: ১১:২৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ওয়েষ্ট ইন্ডিজের অল রাউন্ডার ড্যারেন সামি। বেশ ক্ষিপ্ত মেজাজেই তিনি সতীর্থদের উদ্দেশ্য করে বলেছেন এই ধরনের পারফরমেন্সের পুনরাবৃত্তি হলে বিশ্বকাপে এগিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলীয় ৩০৪ রান সংগ্রহ করেও জিততে পারেনি ক্যারিবীয়রা। এই পরাজয়ের পিছনে বোলারদের দায়ী করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা যদি এভাবে খেলা চালিয়ে যাই তবে বিশ্বকাপে বেশীদূর যাওয়া সম্ভব নয়। এই ম্যাচটিতে আমাদের অবশ্যই জেতা উচিত ছিল।

ম্যাচ চলাকালীন অন-ফিল্ড মাইক্রোফোনে বাজে ভাষা ব্যবহারের জন্য দু:খ প্রকাশ করে সামি বলেছেন, যখন কোনকিছুই পরিকল্পনা মাফিক হয়না তখন নিজেকে মানিয়ে নেয়া খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু একটি দল হিসেবে খেলতে গেলে নিজেদের উপর বিশ্বাস রাখতে হয়। এখন আমাদের সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে লেন্ডল সিমন্সের সঙ্গে জুটি বেঁধে সামি ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছিলেন। সিমন্স ১০২ রানের ইনিংস উপহার দেন। আর সামির ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রান। ৮৭ রানে ৫ উইকেট পতনের পরে এই জুটির উপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৩০৪ রানের ইনিংস গড়ে তুলেছিল। জবাবে ২৫ বল হাতে রেখেই আয়ারল্যান্ড ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করে।

সামি বলেন, ৩০০ রান করার পরে আমাদের জেতা উচিত ছিল। অতীত ইতিহাস থেকে দেখা গেছে আয়ারল্যান্ড বিশ্বকাপে এর আগেও অঘটন ঘটিয়েছে, বড় দলের বিপক্ষে তাদের জয়ের রেকর্ড আছে। আজও আমরা তাদের সেই সুযোগটাই করে দিয়েছি। যদিও ম্যাচের সময় যতই গড়িয়েছে উইকেটে ব্যাটিং ততই সহজ হয়ে গেছে। কিন্তু তারপরেও সামি এটাকে কোন অযুহাত মানতে নারাজ। তিনি বলেন এই ধরনের পরাজয়ে কোন অযুহাত সামনে না নিয়ে এসে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

এএইচ/পিআর