ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

প্রকাশিত: ০৬:২৯ এএম, ৩০ অক্টোবর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। এ আসরের টিকিট ইতোমধ্যেই অনলাইনে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ দুই আন্তর্জাতিক সিরিজের মতো এবার বিপিএলের টিকেটও কাটা যাবে অনলাইনে। যার সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা।

এর আগে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের টিকিট পাওয়া গিয়েছিল সহজ ডট কমে (www.shohoz.com)। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ওয়েবসাইট। নতুন যুক্ত হওয়া ওয়েবসাইট হচ্ছে পেপয়েন্ট ডট কম ডট বিডি (www.paypoint.com.bd) ও গেজেটবাংলা ডট কম (www.gadgetbangla.com)

এছাড়া অনলাইনের পাশাপাশি মিরপুর ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথেও কিনতে পাওয়া যাবে টিকিট। এ টিকিটের এই মূল্য শুধুমাত্র মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জন্য। পরবর্তীতে জানানো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিটের মূল্য।

বিপিএল টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা
শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা
নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা

আরটি/এমআর/আরআইপি

আরও পড়ুন