রোনালদোর হ্যাটট্রিকে আলাভেসকে উড়িয়ে দিল রিয়াল
একটি পেনাল্টি মিস করলেন। তবুও তার পা থেকে এল হ্যাটট্রিক। ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল আলাভেসের ঘরের মাঠ এস্তাদিও মেন্ডিজোরোজায়। অ্যাওয়ে ম্যাচ হলেও দারুণ গোল উৎসবে মেতে উঠেছে জিনেদিন জিদানের শিষ্যরা। এ জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উঠে গেল লজ ব্লাঙ্কোজরা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।
আলেভেসের মাঠে গিয়ে প্রথমেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। খেলার ৭ মিনিট যেতে না যেতেই ডেইভারসনের গোলে কেঁপে ওঠে রিয়াল শিবির। থিও হার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে রিয়ালের জাল কাঁপিয়ে দেন ডেইভারসন।
১০মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা কয়েক ম্যাচ গোলখরা ভোগার পর এই গোল দিয়ে ট্র্যাকে ফিরে এলেন সিআর সেভেন। ৩৩তম মিনিটে করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে আলাভেসের জালে বল জড়িয়ে দেন তিনি।
২-১ গোল ব্যবধানের স্বস্তি নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে আসার পর দ্বিতীয়ার্ধও প্রায় শেষ হচ্ছিল এ অবস্থায়। এমন পরিস্থিতে ম্যাচের ৮৪তম মিনিটে গিয়ে আলভারো মোরাতার পা থেকে আসে তৃতীয় গোল। এর চার মিনিট পর, ৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। রিয়ালের গোল উৎসব শেষ হলো ৪-১ ব্যবধানে।
আইএইচএস/এসআইএস