নতুন বলেই স্বাচ্ছন্দ্য পান মিরাজ
স্বাভাবিকভাবে বল যত পুরনো হয় তত সুবিধা স্পিনারদের জন্য। কারণ পুরনো বলেই স্পিনটা বেশি করাতে পারেন তারা; কিন্তু বাংলাদেশ দলের নবীন তারকা মেহেদী হাসান মিরাজের বেলায় ঘটছে উল্টোটা। পুরনো বলের চেয়ে নতুন বলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ অফস্পিনার। তবে পুরনো বলেও স্পিন করাতেও পটু তিনি।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে মিরাজ বলেন, ‘আমি আসলে দুই রকম বলেই বোলিং করতে পছন্দ করি। তবে বলটা নতুন থাকলে বেশি ভালো লাগে। যখন নতুন থাকে, তখন বলটার একটু কাজ থাকে; কিন্তু পুরনো হয়ে গেলে বলটা অনেক নরম হয়ে যায়। তখন কাজটা অনেক কম থাকে। দুটাই ভালো লাগে; কিন্তু নতুন বলে আমাকে আত্মবিশ্বাসী মনে হয়।’
বোলিংয়ে দারুণ সাফল্য পেলেও মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই স্বীকৃত মিরাজ। তবে এ সিরিজে এখনও কথা বলেনি তার ব্যাট। এখন পর্যন্ত খেলা তিন ইনিংসে তার রান তিন। সব ইনিংসেই এক রান করার পর আউট হয়েছেন তিনি। যদিও পরের ইনিংসে দুর্ভাগ্য কাটিয়ে ভালো করার প্রত্যয় প্রকাশ করলেন এ অলরাউন্ডার।
‘ব্যাটিংটা বলবো তিনটা ইনিংসে এক রান করে আউট হয়ে গেছি। ক্রিকেট খেলায় এমন হতেই পারে। আমার কাছে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি পার্থক্য হয়ে দাঁড়ায়। আপনারা জানেন, এখানে অনেক বিশ্বমানের বোলারদের বিপক্ষে খেলতে হয়। ইংল্যান্ড টেস্টে বিশ্বমানের দল। আমি চেয়েছিলাম ভালো খেলার জন্য, দূর্ভাগ্যবশত হয়নি। ভবিষ্যতে চেষ্টা করবো ব্যাটিংটা উন্নতি করার।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে হঠাৎ ছন্দপতনের পর মিরাজের বোলিংয়ে ইংল্যান্ডদের বড় লিড নিতে দেয়নি বাংলাদেশ। এদিন ৮২ রানে ৬টি উইকেট তুলে নেন তিনি। প্রথম নতুন বলে উইকেট নেওয়ার পর এদিন দ্বিতীয় নতুন বলেও উইকেট পান মিরাজ।
আরটি/আইএইচএস/আরআইপি