ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬

মিরাজ-তাইজুলের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিক বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির পর ক্রিস ওকস-আদিল রশিদের নবম উইকেটের জুটিতে তা ফিকে হয়ে হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২০৩ রান।

শনিবার মিরপুরে ৩ উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরেন মইন আলি (১৭ বলে ১০)। এরপর তাইজুল ইসলামের বলে জো রুটকে ফেরানোর একটি সুযোগ হাতছাড়া মাহমুদউল্লাহ। তার ব্যাটের কানায় লেগে আসা বল তালুবন্দি করতে ব্যর্থ হন রিয়াদ।

তবে পরের বলেই বেন স্টোকসকে শূন্য রানে ফেরান তাইজুল ইসলাম। ব্যক্তিগত শূন্য রানে শর্ট লেগে থাকা মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগের ম্যাচের সেরা এই খেলোয়াড়। ষষ্ঠ উইকেটে  ইংল্যান্ডকে কিছুটা আশা দেখাচ্ছিল রুট-বেয়ারস্টোর জুটি। তবে এ জুটিকে খুব বেশি দূর এগোতে দিলো না মিরাজ। বেয়ারস্টোকে (২৪) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরেন ডানহাতি এই অপস্পিনার।

এরপর জাফর আনসারিকে সঙ্গে নিয়ে সিরিজে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন রুট। তবে খুব বেশি সময় উইকেটে থাকা হয়নি অভিষিক্ত আনসারির। মিরাজের বলে দ্বিতীয় স্লিপে শুভাগত হোম চৌধুরীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ইংলিশ এই ব্যাটসম্যান।  আর এই উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকের পর টানা দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়লেন এ ডানহাতি অপস্পিনার । নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংলিশদের হয়ে প্রতিরোধ গড়া জো রুটও (৫৬) ফিরে গেছেন তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে।

এমআর/এমএস

আরও পড়ুন