ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

যথাযথই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৪০ রানের টার্গেটে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। ৩৬ ওভার শেষে তাদের সংগ্রহ চার  উইকেটে ২১৫ রান। ম্যাচের প্রথম ইনিংসের ডেভিড মিলার ও জেপি ডুমিনির হার না মানা ২৫৬ রানের জুটিতে ভর করে জিম্বাবুয়েকে ৩৪০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা।

অবশ্য ২৩ ওভারে ৯৭ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা। এরপর আর কোন উইকেট না হারিয়ে মিলার (১৩৮) ও  ডুমিনির (১১৫) জোড়া সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহের লক্ষ্যে পৌঁছে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা।  এর আগে ২৩তম ওভারে দলীয় ৯৭ রানে কামুনগোজির বলে আফ্রিকার চতুর্থ উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

প্রথমেই টেন্ডাই চাটারার বলে ক্রেইগ আরভিনের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান কুইন্টন ডি কক (৭)। টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে যান হাশিম আমলা (১১)। আগের ওভারেই চাটারার বলে এলবিডব্লিউ হন তিনি। সেবার রিভিউ নিয়ে বেঁচে যান এই ডানহাতি ব্যাটসম্যান। এল্টন চিগুম্বুরার বলে ব্রেন্ডন টেইলর গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ফাফ দু প্লেসি (২৪)। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে।

এএইচ/আরআই