ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চট্টগ্রামের প্রথম ইনিংসের ভূত ঢাকাতেও!

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ অক্টোবর ২০১৬

দ্বিতীয় উইকেটে দারুণ জুটির পর হঠাৎ ছন্দপতন টাইগার শিবিরে। মনে হয় ফিরেও আবার ফিরে গেলো চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। ওই ইনিংসে ২৭ রানে শেষ ৬ উইকেট হারানো বাংলাদেশ আজ তামিমের বিদায়ের পর ৩১ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২০৫ রান।   

ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ১ রান করে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার এই ব্যাটসম্যান। এরপর মুমিনুলকে নিয়ে দলের হাল ধরেন তামিম। ২০ বলে প্রথম রানের দেখা পাওয়া ইকবাল ৬০ বলে তুলে নেন নিজের অর্ধশত। আর ১৩৯ বলে ১২ চারের সাহায্যে দেখা পান ক্যারিয়ারের অষ্টম শতকের। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০৪ রান সংগ্রহ করে মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।  

তামিমের বিদায়ের পর দ্রুত বিদায় নেন মুমিনুল ও মাহমুদউল্লাহ। মইন আলির ফুল লেংথ বল পিছিয়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ৬৬ রান করে বোল্ড হয়ে ফিরেন মুমিনুল হক। আর বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে অধিনায়ক অ্যালিস্টার কুকের কাছে ক্যাচ দেন মাহমুদউল্লাহ (২৬ বলে ১৩)।

স্টোকসের পর আবার টাইগার শিবিরের আঘাত হানেন মঈন আলি। টাইগার অধিনায়ক মুশফিককে (৪) কুকের তালুবন্দি করান এই অফস্পিনার। এরপর বেন স্টোকসের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন কোন রান না করা সাব্বির।

এমআর/পিআর