হাবিবুল বাশারকে ছুঁলেন মুশফিক
বছর আটেক আগে (২০০৮ সাল) বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছিলেন টাইগাররা। ওই ম্যাচটি ছিল হাবিবুল বাশারের টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচ।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অ্যালিস্টার কুকের সঙ্গে টস করতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। এর মধ্য দিয়ে হাবিবুল বাশারকে ছুঁলেন তিনি। অর্থাৎ জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচটি খেলছেন মুশফিক।
এখন মুশফিকের সামনে আছেন শুধু একজনই, মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬১টি টেস্ট খেলেছেন আশরাফুল। মজার বিষয়, অন্য একটি দিক থেকে আশরাফুলকে ছুঁয়ে রেখেছেন মুশফিক। টেস্টে দুজনের রানসংখ্যা সমান, ২৭৩৭। তবে গড়ে এগিয়ে মুশফিক। তার গড় ৩২.৫৮। আর আশরাফুলের গড় ২৪।
ইংল্যান্ডের বিপক্ষে আর মাত্র একটি রান করলেই আশরাফুলকে ছাড়িয়ে যাবেন মুশফিক। বাংলাদেশ দলের বর্তমান অধিনায়কের সামনে থাকবেন তামিম ইকবাল (৩২০৫*), হাবিবুল বাশার (৩০২৬) ও সাকিব আল হাসান (২৮৭৮*)।
এনইউ/পিআর