ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লড়াই করবো, এটা অপ্রত্যাশিত নয় : মুশফিক

প্রকাশিত: ১২:০১ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

ক্রিকেটের নানা সংস্করণের সবচেয়ে পুরনো ও আকর্ষণীয় সংস্করণই টেস্ট ক্রিকেট। র‌্যাংকিং অবস্থান যেখানেই থাকুক না কেন এ সংস্করণে সবসময়ই শক্তিশালী দল ইংল্যান্ড। আর ক্রিকেটের হাতেখড়ি হয়েছে তাদের হাতেই। তাই এমন দলের বিপক্ষে জয় পাবেন, এমন প্রত্যাশা না করলেও লড়াই করবেন- এমন প্রত্যাশা করতেই পারেন মুশফিকরা। আর চট্টগ্রাম টেস্টে এমনটা করেও দেখিয়েছেন টাইগাররা। তাই লড়াই করবেন এমন প্রত্যাশাটা খুব স্বাভাবিকই ভাবছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো খেলেছি কিন্তু কখনোই সেটা অপ্রত্যাশিত ছিল না। এটা বলতে পারেন যে পাঁচ দিন দাপট দেখিয়ে জিতে যাওয়াটা অপ্রত্যাশিত হতো। কিন্তু আমরা যে লড়াই করবো, এটা অপ্রত্যাশিত নয়।’

চট্টগ্রামে প্রায় ১৫ মাস পরে টেস্ট ক্রিকেট খেলতে নামে বাংলাদেশ। তাই ম্যাচে নামার আগে অনেকেরই ভাবনা ছিল, কেমন করবে বাংলাদেশ? কিন্তু টানা চার দিন সমান তালে লড়াই করার পর পঞ্চম দিনে হেরে যান টাইগাররা। এমন লড়াই থেকে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে জানান মুশফিক, ‘বিশ্বাসটা আমাদের ছিল। বিশ্বাস ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না। প্রত্যাশা সবসময়ই থাকে। আমরাও চেষ্টা করছি প্রত্যাশার চাপের সঙ্গে যেন মানিয়ে নিতে পারি।’

তার পরেও নিজেদের প্রত্যাশার কথা উল্লেখ করে মুশফিক বলেন, ‘প্রত্যাশার কথা যদি বলেন, আগের থেকে বাংলাদেশ দলে পারফরমারের সংখ্যা বেশি। তাই সবার কাছ থেকেই ভালো কিছু আশা করি। শুধু নিজেদের ভেতর না, দর্শকরাও প্রত্যাশা করেন। আমরা সবসময় চেয়েছি, সব সংস্করণে ভালো ফল করতে।’

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে হারের ফলে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছেন টাইগাররা।

আরটি/এনইউ/পিআর

আরও পড়ুন