ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার স্পেনকে ফিফার জরিমানা

প্রকাশিত: ১১:১১ এএম, ২৬ অক্টোবর ২০১৬

অবৈধভাবে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করায় ইতোমধ্যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদকে জরিমানা গুণতে হয়েছে। এবার এ তালিকায় যোগ হল স্পেনের নাম। কম বয়সী খেলোয়াড়দের ট্রান্সফার সংক্রান্ত জটিলতায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২ লাখ ২০ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা করেছে ফিফা।  

ফিফা জানিয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল কম বয়সী খেলোয়াড় নিয়ে এই ধরনের চুক্তি করেছিল। বর্তমানে খেলোয়াড় চুক্তি বিষয়ে রিয়াল ও অ্যাথলেটিকোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০১৬-১৭ মৌসুম শেষে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, দুটি ক্লাবই স্পোর্টসের সর্বোচ্চ আইনি সংস্থা কোর্ট অব আরবিট্রেশনে এ ব্যাপারে আপিল করেছে।

এমআর/এমএস

আরও পড়ুন