ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংলিশদের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় জয়

প্রকাশিত: ১১:০৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া ধারাবাহিকতা ধরে রেখেছে বিশ্বকাপেও। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাঠে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে ১১১ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি আর ম্যাক্সওয়েলের অর্ধশতকের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান করে অজিরা। ১২টি চার এবং ৩টি ছয়ের মাধ্যমে ১২৮ বলে ১৩৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ।

শেষ দিকে বেইলির ৫৫ আর গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ বলে ৬৬ রানের উপর ভর করে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকসহ ৫ উইকেট নেন ফিন। ব্রড নেন ২টি উইকেট।

অজিদের ৩৪৩ রানের টার্গেতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩১ রানে অল আউট হয় ইংলিশরা। শেষদিকে টেইলর কিছুটা প্রতিরোধ করলেও আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ান বোলারদের সামনে।

সর্বোচ্চ ৯৮ রান আসে জেমস টেইলরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার পক্ষে মিশেল মার্শ নেন ৫টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।

এমআর/বিএ/আরআই