ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেশের হয়ে একটা লম্বা ক্যারিয়ার চাই : মোসাদ্দেক

প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৬ অক্টোবর ২০১৬

দলের প্রয়োজনে সপাটে ব্যাট চালাতে পারেন। আবার পারেন উইকেটে পড়ে থাকতেও। ২০ বছর বছরের তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত এ কাজটা করেই তো জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। গত প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে তিনটি বিগ ম্যাচে দলকে জিতিয়েছেন। ৭৭.৭৫ গড়ে ৬২২ রান করে পাদপ্রদীপের আলোয় ছিলেন তিনি।

ওই আসরটিতে তিনটি ডাবল সেঞ্চুরিও করেছিলেন মোসাদ্দেক। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি এর আগে কেউই গড়তে পারনেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ৭০.৮৯ গড়ে করেছেন ১৯৪৫ রান। টি-টোয়েন্টি ও ওয়ানডের আগে তার তো টেস্ট ক্রিকেটেই পথচলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। সময় তো ফুরিয়ে যায়নি। বয়স তো মাত্র ২০।

আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেকের অভিষেক টি-টোয়েন্টি দিয়ে, গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। আর চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। শুরুতেই জাত চিনিয়েছেন তিনি। বলতে গেলে ওয়ানডে দলে জায়গাটা শক্ত করার পথেই রয়েছেন। মোসাদ্দেকও চান দেশের হয়ে একটা লম্বা ক্যারিয়ার।

তবে জাতীয় দলে জায়গাটা ধরে রাখা কতটা কঠিন, তা অনেকটা টের পেয়ে গেছেন। গত জানুয়ারিতে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রান করেছিলেন। তারপর তো আর টি-টোয়েন্টি ম্যাচই খেলা হয়নি তার। তাই টেস্ট অভিষেক হলে মোসাদ্দেকের লক্ষ্য- জাতীয় দলে অবস্থান পাকা করা।  

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫ সদস্যের দলে ডাক পাওয়ার পর গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, ‘জাতীয় দলে টিকে থাকাটাই বড় কথা। আর ভালো খেলেই টিকে থাকতে হবে। দেশের হয়ে একটা লম্বা ক্যারিয়ার চাই। সবার মতো আমিও টেস্ট খেলার স্বপ্ন দেখি। স্কোয়াডে আছি। তবে এখন এখন টেস্ট অভিষেক হবে কিনা জানি না, দেখা যাক ম্যানেজমেন্ট কি ভাবছে।’

এনইউ/পিআর

আরও পড়ুন