ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৭ রান।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও ফিঞ্চের উদ্ধোধনী জুতিতে আসে ৫৭ রান। খেলার অষ্টম ওভারের তৃতীয় বলে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ওয়ার্নার। ব্রডের বলে বোল্ড  হওয়ার আগে ২২ রান করেন অজি এই ব্যাটসম্যান। পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়াটসন। ব্রডের হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া স্টিভেন স্মিথ পরের বলে কোনোমতে বেঁচে যান। তবে একটু পরেই ফিরেন তিনি। ক্রিস ওকসের বল ব্যাটের কানায় লেগে ৫ রান করে বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা স্মিথ।  ফিঞ্চ ৬৩ আর অধিনায়ক বেইলি ১৫ রান নিয়ে ব্যাট করছে। ইংল্যান্ডের পক্ষে ব্রড নিয়েছেন ২ টি উইকেট।

এমআর/আরআইপি