ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের জন্য ব্যাট করছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

৩৩২ রানের টার্গেটে এখন জয়ের জন্য ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ৬৮ রান। দিলশান ২৪ রান করে আউট হলেও লাহিরু থিরিমান্নে ৪২ নিয়ে ব্যাট করছে।

এর আগে টসে হেরে ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল উড়ন্ত সূচনা করেন। ৩৫ বলে ৬৫ রান করে আউট হন অধিনায়ক ম্যাককালাম। ম্যাককালামের বিদায়ের পর ৪৯ রান করে শততম ম্যাচ খেলতে নামা গাপটিল সুরাঙ্গা লাকমলের বলে উইকেটের পিছনে সাঙ্গাকারার হাতে ধরা পড়েন।

ম্যাককালাম এবং গাপটিলের বিদায়ের পর ব্যাটিংয়ের দায়িত্ব নেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। আউট হওয়ার আগে উইলিয়ামসন খেলেন ৫৭ রানের একটি ইনিংস।এরপর শুরু হয় অ্যান্ডারসন ঝড়। ২৪ বছর বয়সী এ বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান ঘরের মাঠে ৪৬ বলে ৮টি চার আর ২টি ছয়ে করেন ৭৫ রান। নির্ধারিত ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩১ রান। লংকানদের পক্ষে লাকমল ও মেন্ডিস নেন দুটি করে উইকেট।

এমআর/এমএস