ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড

প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ভালোবাসা দিবসে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনেই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের সুবিধা কাজে লাগিয়ে সমর্থকদের জয় উপহার দিতে চায় স্বাগতিক অস্ট্রেলিয়া। অন্যদিকে,স্বাগতিকদের হারিয়ে জয়ের ছন্দে ফিরতে চায় ইংল্যান্ডও। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছে অস্ট্রেলিয়ায়। এর আগে চারবার বিশ্বকাপের ট্রফি জিতলেও,৯২ সালে আয়োজক হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল অজিদের। এবার তাই প্রতিটি ম্যাচেই শিষ্যদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন কোচ ড্যারেন লেমান।

অজি কাপ্তান বেইলি জানান, ভাল কিছু পেতে হলে শুরুটা ভালো করতে হবে আমাদের। প্রথম ম্যাচে ইংল্যান্ডকের বিপক্ষে জয় পেতে সবটুকু দিয়েই লড়বো আমরা।

গেল কয়েক মাস ধরে দুর্দান্ত ফর্মে অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজ জয়ের পাশাপাশি ঘরের মাঠে বলতে গেলে একরকম অপরাজেয় জর্জ বেইলির অস্ট্রেলিয়া। শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে তারা। যদিও, প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক ও জেমস ফকনারকে ছাড়াই খেলতে হবে বেইলির দলকে।

ক্রিকেটের জন্মদাতা বলা হলেও, ক্রিকেট বিশ্বে বড় অভাগা হিসেবেই পরিচিত ইংল্যান্ড। তিনবার ফাইনাল খেলেও, এখনও শিরোপা অধরাই তাদের। এমনকি ১৯৯২ সালের পর,এখন পর্যন্ত ফাইনালেও উঠতে পারেনি ইংলিশরা। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ১৫ ম্যাচের মধ্যে ১৩ টিতে হেরেছে তারা।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচের পরিসংখ্যান
• অস্ট্রেলিয়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ১৫ ওয়ানডের মধ্যে ১৩টিতেই জিতেছে।
• বিশ্বকাপে সর্বশেষ দুটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া, এর আগে ৩৩ ম্যাচের মধ্যে ৩২টিতে জয় পায় তারা (একটি ম্যাচ টাই) । ১৯৭৯ সালের পর বিশ্বকাপে কখনই টানা তিন ম্যাচ হারের নজির নেই অসিদের।
• ইংল্যান্ডের সামনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০তম ওয়ানডে জয়ের হাতছানি। তারা হেরেছে ৭৬টি।
• মেলবোর্নে সর্বশেষ ১১ ওয়ানডের মধ্যে ৯টিতে জিতেছে অস্ট্রেলিয়া।
সম্ভাব্য একাদশঃ

অস্ট্রেলিয়া :
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ,  জর্জ বেইলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্রাড হাডিন (উইকেটকিপার), মিচেল জনসন, মিচেল স্টাক, জশ হ্যাজেলউড/প্যাট কামিন্স।

ইংল্যান্ড :
ইয়ান বেল, মঈন আলী, জেমস টেনলর, জো রুট, ইয়ন মরগ্যান(অধিনায়ক), জশ বাটলার, ক্রিস ওশস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন।

এমআর/এমএস