ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্টেও কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে শিখেছি : মুশফিক

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৪ অক্টোবর ২০১৬

সকাল থেকেই ছিল রাজ্যের জল্পনা কল্পনা, সাব্বির কি পারবে দলকে জয়ের মুখ দেখাতে। তবে ক্রিকেট তো আর একজনের খেলা না। আগের দিনের সঙ্গে মাত্র ১০ রান যোগ করেই বিদায় নিলেন শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ও শফিউল। ফলে ২২ রানে হেরে আরও একটি স্বপ্নের অপমৃত্যু ঘটলো।

তবে এ হারে হতাশ নন টাইগার দলপতি মুশফিক। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিক জানান, `আমরা হতাশ না। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে এই কঠিন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে মেলে ধরতে পেরেছি। আমরা প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছি।`

ইংল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ উল্লেখ করে আরও বলেন, `বর্তমান ইংল্যান্ড দলটি খুবই শক্তিশালী। যে কোন কন্ডিশনে তারা ধারাবাহিক। আর এমন কঠিন উইকেটে ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিপক্ষে আমরা সমান তালে লড়াই করছি। শেষ দিন পর্যন্ত খেলার ফলাফল ছিল সমান সমান।`  

এমআর/এমএস

আরও পড়ুন