১০০ রানের লিড চান তামিম
৫ উইকেটে ২২১। বাংলাদেশ নিশ্চিতভাবেই ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়েছিল ১০৬ রানে। সেখান থেকে তারা সংগ্রহ করেছে ২৯৩ রান। বাংলাদেশ কী পারবে না, ইংল্যান্ডের এই রান পাড়ি দিয়ে ভালো একটি লিড নিতে! ভক্ত-সমর্থকদের এমন প্রত্যাশা অমুলক নয় মোটেও।
তবে উইকেটে যারা আছেন, তারা যদি একটু ধৈয্যের পরিচয় দিতে পারেন, তাহলেই কেবল সেটা সম্ভব। ৩১ রান নিয়ে উইকেটে রয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে শফিউল নাইটওয়াচম্যান। তবে তারও ব্যাট করার অভিজ্ঞতা আছে। এরপর সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজ আছে।
সব মিলিয়ে বাংলাদেশের ভালো একটি লিড নেয়ার দারুণ সম্ভাবনা। সে প্রত্যাশাই দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন তামিম ইকবাল। তার প্রত্যাশা, বাংলাদেশ ১০০ রানের লিড নেবে।
দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তামিম বলেন, ‘১০০ রানের লিড হলে আমি বলব, সব সময় ভালো। ভালো দিক হবে। আমাদের হাতে এখনো দুই জন ভালো ব্যাটসম্যান আছে। মিরাজ আছে, সাব্বির আছে, সাকিব এখানো আছে। তারা জুটি বেঁধে যদি ভালো করে, যতটুকু লিড নেওয়া যায় আর কি। ১০০ রানের ফিগার দেওয়া ভুল হবে।যতটুকু পারি ততটুকু হবে। প্রথমে ওদের রানটা ক্রস করা লাগবে।’
আইএইচএস/এএম