ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুশফিকের উইকেটেই ম্যাচে ইংল্যান্ড : ব্যাটি

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২১ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ উইকেটে ২২১ রানে দিন শেষ করে বাংলাদেশ। তবে দিন শেষ হওয়ার মাত্র ১৫ বল আগে বেন স্টোকসের দারুণ এক আউটসুইংয়ে আউট হন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। আর এ উইকেটেই ইংলিশরা ম্যাচে ফিরেছে বলে মনে করেন স্পিনার গ্যারেথ ব্যাটি।

বেন স্টোকসের নেওয়া মুশফিকের উইকেটেটি দিয়ে কী ইংল্যান্ড ম্যাচে ফিরল? এমন প্রশ্নের উত্তরে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটি বলেন, ‘হ্যাঁ, তারা তখন খুবই ভালো একটি জুটি গড়েছিল। এরপরই এই আউটটির কারণে আমরা ভালোভাবে ম্যাচে ফিরে এসেছি। আশা করি আমরা তাদের আরও ব্যাকফুটে ফেলতে পারবো।’

এদিন বাংলাদেশের পাঁচ উইকেটের চারটি তুলে নেয় ইংল্যান্ডের স্পিনাররা। তারপরও আরও ভালো করতে পারতেন বলে মনে করছেন ব্যাটি। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে ভুলেননি তিনি, ‘আমরা কিছু ভালো বল করেছি। আমাদের আরও ভালো হতে পারতো। তবে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। সামনে উন্নতি করতে হলে আমাদের আরও ভালো করতে হবে।’

এদিন স্টুয়ার্ট ব্রডের সঙ্গে নতুন বল তুলে নেন ব্যাটি। ১৭ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে তুলে নেন বাংলাদেশ দলের সবচেয়ে মূল্যবান উইকেট। শুরু থেকেই দারুণ ব্যাটিং করা তামিমকে ৭৮ রানে বিদায় করেন তিনি। তবে তারপরও মনে করেন মুশফিকের আউটেই ম্যাচে ফিরেছে তারা।

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন