পোল্যান্ডকে রুখে দিয়েছে বাংলাদেশ
পোল্যান্ডের বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এএইচএফ কাপের প্রস্তুতির অংশ হিসেবে জার্মানিতে ক্যাম্প করছে জাতীয় হকি দল। সেখানে থেকে প্রস্তুতি ম্যাচ খেলতে জিমি-চয়নরা এখন পোল্যান্ডে অবস্থান করছেন।
স্বাগতিকদের বিপক্ষে প্রথম ২ ম্যাচ শেষের দিকে গোল খেয়ে (১-০) হারলেও আজ(শুক্রবার) শেষ ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিকদের। এক পর্যায়ে পোল্যান্ড ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের গোলদুটি করেছেন ইমন ও আশরাফুল।
পোল্যান্ড থেকে দলের কর্মকর্তা মাহবুব এহসান রানা বাংলাদেশের মিডিয়াকে জানান, ‘এখানে এখন খুব বরফ পড়ছে। দেখছেন না ঠিক মতো কথাও বলতে পারছি না। প্রচন্ড এ ঠান্ডার মধ্যেও ভালো খেলেছে আমাদের দল। ২ গোলে পিছিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে আমরা ব্যবধান কমিয়েছি। তারপর ড্র।’
এ ম্যাচের মধ্যে দিয়ে পোল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ শেষ হলো। আগামী রবিবার শুরু হবে পোল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের বিপক্ষে ম্যিাচ। পোল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের সঙ্গে ৩ টি ম্যাচ খেলে বাংলাদেশ দল ২৭ অক্টোবকর যাবে অস্ট্রিয়া। সেখানেও খেলবে ৩টি ম্যাচ।
আইএইচএস/এমএস