ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমের আরও একটি মাইলফলক

প্রকাশিত: ১২:২৬ পিএম, ২১ অক্টোবর ২০১৬

২৪ রান করতে পারলে ঘরে মাঠে টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের অধিকারী হবেন তামিম ইকবাল। এমন পরিসংখ্যান নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার মাঠে নেমছিলেন দেশ সেরা এ ওপেনার। আর এদিন নিজ শহর চট্টগ্রামেই পৌঁছালেন এই মাইলফলকে। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই অর্জনটি নিজের করে নিলেন তিনি। এর আগে ঘরের মাঠে প্রথম দুই হাজার রান করেছিলেন সাকিব আল হাসান।

ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলেই আদিল রশিদকে কভারের উপর দিয়ে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি মেরেই এ মাইলফলকে পৌঁছান তামিম। এরপর দারুণ ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরিও।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্টেডিয়ামে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ৭৮ রান করে বুড়ো গ্যারথ ব্যাটির বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তামিম। তবে এই ইনিংসটির সুবাদে ঘরের মাঠে তার মোট সংগ্রহ দাঁড়াল ২০৫৪ রান। ঘরের মাঠে মোট ২৯টি টেস্টের ৫৪ ইনিংস খেলে এই সংগ্রহ গড়েছেন তিনি।

ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু তামিমের। এরপর তার টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর এখন পর্যন্ত মোট ৪৩টি টেস্ট খেলে ৩১৯৬ করেছেন তিনি। এরমধ্যে ৭টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ একটি একটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন