ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খালেদ মাসুদকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

প্রকাশিত: ০৬:২৭ এএম, ২১ অক্টোবর ২০১৬

ইনিংসের ১০৬ তম ওভারে মিরাজের বলে স্টুয়ার্ট ব্রডের ব্যাট ছুঁয়ে ক্যাচ আসে মুশফিকের কাছে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন অধিনায়ক। তাতে আম্পায়ার সিদ্ধান্ত পাল্টে আউট দিলেন। আর এ ক্যাচেই খালেদ মাসুদকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালে শীর্ষে উঠে গেলেন মুশফিকের।

মুশফিকের কিপিং নিয়ে নানা গুঞ্জন থাকলেও পরিসংখ্যান বলছে মুশফিকই বাংলাদেশের সেরা কিপার। ৪৯ টেস্টে ৮৮ ডিসমিসাল মুশফিকের। এর মধ্যে ৭৭টি ক্যাচ, ১১টি স্টাম্পিং। আর ৪৪ টেস্টে খালেদ মাসুদের ডিসমিসাল ৮৭ টি (৭৮টি ক্যাচ, ৯টি স্টাম্পিং)।   

তবে ইনিংস প্রতি ডিসমিসালে অবশ্য এগিয়ে মাসুদ। ৪৪ টেস্টের ৬১ ইনিংসে ৮৭ খালেদ মাসুদের ডিসমিসাল ছিল ৮৭ টি। আর তাকে ছাড়িয়ে যেত মুশফিকের লাগল ৪৯ টেস্টের ৭৬ ইনিংস।

Mushfiqur surpasses Mashud

এমআর/পিআর

আরও পড়ুন