সাকিব-তামিমদের অধিনায়ক থাকছেন না আফ্রিদি
পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তামিম ইকবাল। তাই দ্বিতীয় আসরেও তাকে রেখে দিয়েছে দলটি। তামিমের সঙ্গে এই ক্লাবে যোগ দিলেন সাকিব আল হাসান। দুই বাংলাদেশি তারকা ক্রিকেটারকে নিয়ে এগিয়ে যেতে চাইবে পেশোয়ার।
এদিকে, গত আসরে দলটির নেতৃত্ব দেয়া শহীদ খান আফ্রিদি এবার আর অধিনায়ক থাকছেন না। পেশোয়ার জালমির নেতৃত্বের ভারটা তিনি অর্পণ করছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির কাঁধে। এ বছর কাউন্টি ক্রিকেটে একই দল হাম্পশায়ারের হয়ে খেলছেন আফ্রিদি ও স্যামি। দু’জনের সম্পর্কটাও নাকি অনেক ভালো। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্যামির কাছে পেশোয়ারের দায়িত্ব অর্পণ করেছেন আফ্রিদি।
পিএসএলের প্রথম আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। ওই আসরের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এবার আর তাকে রাখেনি করাচি। তাই বুধবার দুবাইয়ে হওয়া পিএসএলের দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে সাকিবকে দলে টেনেছে জালমি। গত আসরে জালমির হয়ে ৬ ম্যাচে ৩ অধর্শতকে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান করেছিলেন তামিম।
পেশোয়ার জালমিতে আছেন যারা: ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, কামরান আকমল, ইয়ান মরগান, ওয়াহাব রিয়াজ, ইফতেখার আহমেদ, হারিস সোহেল, অ্যালেক্স হেলস, শাহজাদ মোহাম্মদী, খুশিদিল শাহ, হাসান আলী ও মোহাম্মদ আসগর।
এনইউ/পিআর