ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাইক্রোসফটের সাথে চুক্তি করলো রিয়াল

প্রকাশিত: ০৭:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

প্রিয় ক্লাব সম্পর্কে সমর্থকদের জানার আগ্রহ বেশি থাকে। আর সারা বিশ্বেই রিয়াল মাদ্রিদের সমর্থক রয়েছে। এবার এই সমর্থকদের কথা মাথায় রেখে মাইক্রোসফটের সঙ্গে এক  চুক্তি সম্পাদন করেছে রিয়াল।

এই চুক্তির ফলে রিয়াল সমর্থকরা তাদের মোবাইল ডিভাইসসহ যেকোনো ডিভাইসের মাধ্যমে মাইক্রোসফট সফটওয়্যারের আওতায় রিয়াল ফুটবলারদের সম্পর্কে নানামুখী তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন।

মাইক্রোসফটের প্রধান অপারেটিং অফিসার সেবাস্তিয়ান ল্যাঞ্চেসট্রিমিয়ার বলেন, বিশ্বজুড়ে রিয়ালের সব সমর্থক এই প্রযুক্তিগত সুবিধার আওতায় আসবেন। বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে প্রতিটি গোলের মুহুর্ত দেখার সুযোগ পাবেন। এছাড়াও সমর্থকরা সরাসরি ক্লাবের যেকোনো প্রডাক্ট বা পণ্য কিনতে পারবেন। তিনি আরো বলেন,এই প্রযুক্তির আওতায় প্রতিটি দেশের নাগরিকরা ক্লাবের প্রতিদিনের খোঁজ খবর নিতে পারবেন।

এমআর/আরআইপি