ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভাগ্যবান মঈনে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত: ০৯:১০ এএম, ২০ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সকালে তিনটি উইকেট তুলে নিয়ে দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ইংলিশদের দারুণ চাপে রেখেছে টাইগাররা। এ সেশনে দু’টি উইকেট তুলে নিয়েছে তারা। চা বিরতির আগ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে চট্টগ্রামে টেস্টে এগিয়ে থেকেই দ্বিতীয় সেশন শেষ করলো বাংলাদেশ।

তবে এদিন বড় ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। দুই পক্ষ মিলিয়ে মোট পাঁচ বার রিভিউতে যান তিনি। আর প্রত্যেকবারই সফল হয়ে ৬১ রানে অপরাজিত রয়েছেন। তাইজুলের করা ২৪ তম ওভারে মঈনের বিপক্ষে প্রথম রিভিউটি নেন বাংলাদেশ। কিন্তু, রিভিউতে আম্পায়ারের দেয়া নট আউটের সিদ্ধান্তই সঠিক হিসেবে প্রমাণ হয়। সাকিবের করা ২৭তম ওভারে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মঈন। রিভিউতে নটআউট ঘোষণা হন।

আবার ২৯তম ওভারে আম্পায়ারের বিপক্ষে রিভিউ নিয়ে বেঁচে যান মঈন। এরপর একই ওভারে আবারো রিভিউ নিয়ে বেঁচে যান। ৪৮তম ওভারে আবার বাংলাদেশের রিভিউর মুখোমুখি হন, তবে যথারীতি ভাগ্য তাকেই সঙ্গ দেয়।

বৃহস্পতিবার ইংলিশ ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলে দারুণ এক ফ্লাইটে পরাস্ত করেন স্টোকসকে। সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরেন স্টোকস (১৮)। এর আগে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই মিরাজের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রুট (৪০)।

এদিন ইনিংসের দশম ওভারে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। বেন ডাকেটকে সরাসরি বোল্ড আউট করেন এ নবীন। এরপরের ওভারেই ইংলিশ অধিনায়ক কুককে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব।

১২তম ওভারে বল করতে এসে আবার আঘাত হানেন মিরাজ। গ্যারি ব্যাল্যান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওভারের শেষ বলে ব্যাটে বলে করতে না পারায় ব্যাল্যান্সের প্যাডে লাগে বল। জোরালো আবেদনের পর আম্পায়ার সাড়া না দেওয়াও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন টাইগাররা। আর রিভিউতে সিদ্ধান্ত পায় বাংলাদেশ।

আরটি/এমআর/এবিএস

আরও পড়ুন