ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংলিশদের মাথা ব্যথার কারণ হতে পারে আবহাওয়া

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ অক্টোবর ২০১৬

সিরিজের প্রথম টেস্টে ‘টিম বাংলাদেশের’ পাশাপাশি চট্টগ্রামের আবহাওয়াও ইংলিশদের মাথা ব্যথার কারণ হতে পারে। এখানকার রোদের তাপ খুব বেশি। যদিও ১০ দিন ধরে সেখানে রয়েছে ইংল্যান্ড দল। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

চট্টগ্রামের সাগরিকায় রোদ খুব ঝাঁঝালো। গা পুড়ে যাওয়ার মতোই। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করাটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কনফারেন্স হলে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, ‘কন্ডিশনও খেলার একটা বড় অংশ। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে। অপরদিকে আমাদের খেলতে হবে ভিন্ন পরিবেশে। এখানকার রোদের ঝাঁঝালো তাপের সঙ্গে মানিয়ে নিয়েই পাঁচ দিন খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ওপরই আমাদের স্বাভাবিক খেলাটা নির্ভর করছে।’

চট্টগ্রাম স্টেডিয়ামের উইকেট নিয়ে কুক বলেন, ‘এই উইকেটে প্রথম দুই দিন ব্যাটিং-বান্ধব থাকবে। এরপর ধীরে ধীরে স্লো বোলারদের হাতে চলে যাবে।’

এআরবি/এনইউ/এবিএস

আরও পড়ুন