ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের দুর্দান্ত জয়

প্রকাশিত: ১২:১২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। বুধবার সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৪ উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ডকে। অধিনায়ক মিসবাহ উল হকের ৯১ রান এই জয়কে নিশ্চিত করে। এছাড়া উমর করেন ৬৫ রান।

এই জয় তিন দিন পরই অনুষ্ঠেয় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানকে উজ্জীবিত করবে। সবচেয়ে বড় কথা দলের অধিনায়কের চওড়া ব্যাট ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এনে দিল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। খেলতে নেমে জোস রুট (৮৫ রান) ও গ্যারি ব্যালেন্সের (৫৭ রান) হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ২৫০ করেছিল তারা। ৩টি উইকেট পেয়েছেন ইয়াসির শাহ। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন সোহাইল খান।

জবাবে দারুণ ব্যাটিং করেই জয় পেয়েছে পাকিস্তান। যদিও শুরুটা ভাল হয়নি তাদের। কিন্তু অধিনায়ক মিসবাহ ও উমর আকমলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি দলটির। অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন মিসবাহ। ৫টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। আর ৬৫ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল।

বিশ্বকাপের আগে এমন জয় নিঃসন্দেহে স্বস্তি দেবে অধিনায়ক মিসবাহকে। কারণ ইনজুরির জন্য দল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। নিষেধাজ্ঞার কবলে পড়ে বিশ্বকাপেই খেলতে পারছেন না স্পিনার সাঈদ আজমল।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল অস্ট্রেলিয়া। মেলবোর্নে অস্ট্রেলিয়া জিতল ১৮৮ রান। ওপেন করেত নেমে মাইকেল কার্ক করেন ৬৪ রান, ফিঞ্চ করেন ৬১, স্মিথ ৫৯। অস্ট্রেলিয়া করে ৩০৪ রান। জবাবে সংযুক্ত আরব আমিরাত অল আউট হয়ে যায় ৩০ ওভারে ১১৬ রানে। দু ওভার বলও করেন কার্ক।

এএইচ/পিআর