ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্পিন নিয়ে দুশ্চিতায় বিসিবি প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৫:৩১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই তিন ম্যাচে স্পিনারদের নামের সাথে উইকেট নেই বললেই চলে। অথচ স্পিনই বাংলাদেশের মূলশক্তি। তাই স্পিন নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার  বিশ্বকাপ উপলক্ষে কনসার্টের ঘোষণা দেয়ার সময় পাপনের কণ্ঠে অস্ট্রেলিয়ায় স্পিন কাজ না করার হতাশা ঝরে পড়ে। তিনি বলেন,অস্ট্রেলিয়াতে তো স্পিন কাজই করছে না। শুধু আমাদের না। কোনো দলের স্পিনই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কন্ডিশনে কাজ করছে না।’

হতাশ হলেও পাপন মনে করেন,মূল বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠবেন বাংলাদেশের স্পিনাররা। সেই সঙ্গে ব্যাটসম্যানদের ওপরও ভরসা করছেন তিনি।

পাপন আরও বলেন,অস্ট্রেলিয়াতে ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের করতে হবে। দলের সেরা খেলোয়াড়রা এখনো রান পায়নি। মুশফিকের রান করতে হবে। মুমিনুলের রান করতে হবে। ওপেনিংয়ে বিজয়কেও গুরুত্ব দিয়ে খেলত হবে। তামিম ফিরেই রান পেয়েছে। এটি দারুণ একটি বিষয়। এ ছাড়া মাহমুদুল্লাহও রানে আছে।

এমআর/আরআইপি