২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়
প্রথম বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শেষ হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে শেষে জানানো হয় ২০২০ সালে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি চার বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আগের নিয়মে ২ বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হতো। যদিও ২০০৯ সালে দ্বিতীয় বিশ্বকাপ টি-টোয়েন্টির পর ২০১০ সালেও বিশ্বকাপের আয়োজন করা হয়। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় মাস আগে মেয়েদের সংস্করণের আয়োজনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।
এছাড়াও আইসিসির প্রধান নির্বাহীর কমিটি আয়ারল্যান্ডের ঘরোয়া আসরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছে। আইসিসি বোর্ড আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে বাড়তি পাঁচ লাখ ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এমআর/এবিএস