টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড একাদশ
ইংল্যান্ডের কাছে ওয়ানডেতে সিরিজ হারের পর টাইগারদের লক্ষ্য এবার টেস্টে। তবে টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এ দুই দল। সাব্বির রহমানের নেতৃত্বে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম দুই দিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক।
এর আগে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। আগামীকাল একই মাঠে দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দুই দল।
এদিকে টেস্ট দলের একাদশ নির্বাচনের জন্যই দুটি প্রস্তুতি ম্যাচের দিকে নজর রাখছেন নির্বাচকরা। তার আগেই জানিয়েছিলেন, ওয়ানডে দলের জন্য বিবেচনায় না থাকলেও টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন শাহরিয়ার নাফীস। তাই ইংলিশদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে রয়েছেন তিনি। সম্প্রতি ওয়ানডে দলে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এ দলে। গত বছর দীর্ঘ সংস্করণের ম্যাচে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজরে আসেন তিনি।
ওয়ানডে দলে না থাকলেও টেস্ট বিবেচনায় আছেন পেসার রুবেল। তাই প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন তিনি। আছেন গত বছর টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হওয়া নুরুল হোসেন সোহান। অনূর্ধ্ব-১৯ দলের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন এ দলে। আর চমক হিসেবে আছেন রবি ফাস্ট বোলার হান্টের আবিস্কার এবাদত হোসেন। এছাড়াও রয়েছেন শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহীর মতো ঘরোয়া লিগের নিয়মিত পারফরমাররা।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ১৮ মাস পর টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা।
প্রথম প্রস্তুতি ম্যাচের স্কোয়াড :
সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।
এমআর /এমএস