আজহার আলির গৌরবময় ডাবল সেঞ্চুরি
ঐতিহাসিক টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি। এশিয়ার মাটিতে প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। সেই টেস্টে প্রথম সেঞ্চুরি করার গৌরবও অর্জন করে ফেলেছিলেন পাকিস্তানের আজহার আলি। দিবা-রাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরবকে আরেক প্রস্থ টেনে নিয়ে গেলেন আজহার আলি। প্রথম ডাবল সেঞ্চুরিয়ার হওয়ার গৌরবও অর্জন করে ফেললেন পাকিস্তানের এই টপ অর্ডার।
দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবারই শুরু হয়েছিল দিবা-রাত্রির এই টেস্টটি। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করে আসছিল। প্রথম দিনই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আজহার আলি।
গত বছর অ্যাডিলেডে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই টেস্টে সেঞ্চুরির দেখা পাননি কেউ। প্রায় এক বছর পর এসে দ্বিতীয় দিবা-রাত্রির টেস্টে অসাধারণ সেঞ্চুরিই নয় শুধু, ডাবল সেঞ্চুরি করে ফেললেন আজহার।
৩৫৭ বল খেলে ১৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করলেন পাকিস্তানের এই ওপেনার। বাংলাদেশের বিপক্ষেই তার আগের ডাবল সেঞ্চুরিটি। যেটি গিয়ে থেমেছিল ২২৬ রানে। এবার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার মিশন আজহার আলির সামনে।
প্রথম দিন শেষে আজহার আলি অপরাজিত ছিলেন ১৪৬ রানে। আসাদ শফিক ছিলেন ৩৩ রানে। দ্বিতীয় দিন খেলা শুরুর প্রথম থেকেই বেশ স্বচ্ছন্দ ছিলেন এই দুই ব্যাটসম্যান। যদিও ৬৭ রান করে দেবেন্দ্র বিশুর হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান শফিক।
তবে অন্যপ্রান্তে ঠিকই সাবলিল ভঙিতে ব্যাট করে যান আজহার আলি এবং পৌঁছে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে। এ রিপোর্ট লেখার সময় ২০৭ রানে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের রানও ২ উইকেট হারিয়ে ৪০৬। ২৫ রান নিয়ে তার সঙ্গে রয়েছেন বাবর আজম।
আইএইচএস/এমএস