ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাটলারের আউট উদযাপন করেনি মাশরাফিরা

প্রকাশিত: ০৪:০১ পিএম, ১২ অক্টোবর ২০১৬

দ্বিতীয় ওয়ানডেতেই জস বাটলারের আউট নিয়ে ঘটে গিয়েছে অনেট ঘটনা। তার আউটের সময় বাংলাদেশের ফিল্ডাররা বুনো উল্লাস করেছিল। সেই উল্লাসের ধরন বাটলারের পছন্দ হয়নি। তেড়ে গিয়েছিলেন তিনি। ওই ঘটনায় আবার আইসিসি মাশরাফি আর সাব্বিরকে জরিমানাও করেছে।

ওই ঘটনার পরই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রামের ওয়ানডেতে বাটলার যখন আউট হবে, তখন কেউ উল্লাস করবে না। চুপ থেকে, নীরবতা পালন করবে তারা। এটাই হবে অভিনব উদযাপন।

ফেসবুকে ইভেন্ট খুলে সমর্থকরা সবাইকে এই আহ্বান জানিয়েছিল। এমনকি তারা ক্রিকেটারদের কাছেও এই আহ্বান রেখেছিল। মাশরাফিরাও হয়তো একই সিদ্ধান্ত নিয়েছিল বাটলারের আউটের সময় কোন উদযাপন করবেন না।

হলোও সেটা। ৪১তম ওভারের ৪র্থ বলে মাশরাফির বলে বাটলার যখন বোল্ড হলেন তখন কোন উল্লাস কিংবা উদযাপনই কররেননি বাংলাদেশ দলের অধিনায়ক। ক্রিকেটরাররাও করেনি উদযাপন। শুধু সাকিব এসে মাশরাফিকে অভিনন্দন জানান।

পুরো গ্যালারিও মুহূর্তের জন্য চুপ হয়ে গিয়েছিল। কেউ উল্লাস প্রকাশ করেনি। নীরবতা পালণ করেই বাটলারের আউটের অভিনব উদযাপন করেছে দর্শকরা।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন