আরও সময় চান সুজন
আফগানিস্তান সিরিজ থেকেই দারুণ শুরুর পর ভালো ফিনিশিং দিতে পারছে না টিম বাংলাদেশ। বিশেষ করে, শেষ দশ ওভারের ব্যাটিং দুশ্চিন্তায় ফেলেছে টাইগারদের। এছাড়াও ফিল্ডিংয়ে ক্যাচ মিস নিয়েও মহা-দুশ্চিন্তা রয়েছে তাদের মধ্যে। তবে এটা রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এছাড়াও দলের তরুণ খেলোয়াড়দের আরও সুযোগ দেওয়ার পক্ষে সাবেক এ অধিনায়ক।
শনিবার মাশরাফিদের টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেন সুজন। অলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। আমরা শেষ ছয় সাত ওভার ভালোভাবে শেষ করতে পারছি না। ওইসময় আমাদের টেলএন্ডাররা ব্যাটিং করছে, তখন মূল ব্যাটসম্যানরা থাকছে না। আমরা সবাই চাই, একজন ব্যাটসম্যান অন্তত ইনিংসটা শেষ করুক। তবে রাতারাতি সব কিছু বদলে দেওয়া সম্ভব নয়। এ জন্য আরও সময় দরকার।’
আগের দিন দারুণ একটি রানআউটের পাশাপাশি দুর্দান্ত কিছু ক্যাচ ধরেছে মাশরাফিরা। তবে এর মধ্যেই তিন তিনটি সহজ ক্যাচও ছেড়েছে তারা। সে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচে দল আরও ভালো খেলবে বলে বিশ্বাস সুজনের। তবে একরাতেই দলের আমূল পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
‘কিছু ছোট-খাট ভুল আছে। আমাদের ফিল্ডিংয়েও দুর্বলতা আছে। তবুও বাংলাদেশ গতকাল দারুণ ফিল্ডিং করেছে, আমরা দারুণ গ্রাউন্ড ফিল্ডিং করেছি। হয়তো বেশকিছু ক্যাচ ছেড়েছে। তারপরও ভালো ক্যাচ ধরেছি, রানআউটও করেছি। এইগুলো থাকবেই আমার কথা হলো ভুলগুলো থেকে শিখে আসাটা জরুরী। এটা তো রকেটের মত না যে একদিনেই পরিবর্তন হয়ে যাবে। আরও সময় দিতে হবে।’
এছাড়া তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতকেও আরও কিছু সময় দিতে চান সুজন, ‘মোসাদ্দেক আমাদের তরুণ খেলোয়াড়। হয়তো ওর থেকে আমরা বেশি আশা করছি। তাকে আরও সময় দিতে হবে। অবশ্যই সময়মত ও ঠিকই জ্বলে উঠবে।’
আরটি/আইএইচএস/আরআইপি